
চাঁদপুরের সিনিয়র সাংবাদিকদের সম্মানে দৈনিক চাঁদপুর দিগন্তের ইফতার মাহফিলে উপস্থিত মুনাজাতরত অতিথিবৃন্দ।
চাঁদপুর: দৈনিক চাঁদপুর দিগন্তের আয়োজনে চাঁদপুরের সিনিয়র সাংবাদিকদের সম্মানে রবিবার (২৪ এপ্রিল) বিকেলে এলিট চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বিশিষ্ট আইনজীবী চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এড. শাহজাহান মিয়ার সঞ্চালনায় দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন।
আরো বক্তব্য রাখেন চাদঁপুর ল,ইয়ার্স কাউন্সিলের সভাপতি এড. নঈমুল ইসলাম , চাঁদপুর বারের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী,প্রেসক্লাবের সহ সভাপতি সোহেল রুশদী।
রমাদানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন অধ্যাপক ছোহাইল আহমাদ চিশতী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, বিশিষ্ট আইনজীবী এড. শেখ সালেহ, বিশিষ্ট সমাজ সেবক ও দৈনিক চাঁদপুর দিগন্তের সহকারী সম্পাদক আব্দুস শুকুর মস্তান, দিগন্তের সহকারী সম্পাদক সিহাবুদ্দীন সেলিম, সিনিয়র সাংবাদিক আব্দুল গনি, এড.চৌধুরী ইয়াছিন ইকরাম, আইনজীবী আব্দুল কাদের খান, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইলিয়াছ পাটওয়ারী, জামাল আহমেদ আখন্দ, বার্তা সম্পাদক মুহাম্মাদ হোসাইন, সাংবাদিক এম এ গফুর, রেজাউল করিম, আবু সুফিয়ান ভুইয়া, আদনান আল মুরাদসহ চাঁদপুরের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
ফম/এমএমএ/