চাঁদপুর: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। আর এর প্রভাব পড়তে শুরু করেছে চাঁদপুরসহ দেশের উপকূলীয় ১৫ জেলায়।
রবিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই চাঁদপুরের আকাশ মেঘাচ্ছন্ন। দিনের অধিকাংশ সময় কেটেছে ঘুড়ি ঘুড়ি বৃষ্টিতে। বিকেলে বৃষ্টির গতি কিছুটা বেড়েছে। তবে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়নি জেলায়। সন্ধ্যার পরেও আকাশের অবস্থার পরিবর্তন হয়নি। তবে বাতাসের গতি ছিল স্বাভাবিক। প্রয়োজনে যারা বাসা বাড়ী থেকে বের হয়েছে, তাদেরকে ছাতা নিয়েই বের হতে হয়েছে।
বিকেলে শহর ঘুরে দেখাগেছে, রাস্তার পাশের হকার কম। বৃষ্টির কারণে অনেকেই মালপত্র রেখে আশাপাশে আশ্রয় নিয়েছেন। যানবাহন সংখ্যাও কিছুটা কমেছে। স্বাভাবিক চলাচল কিছুটা স্থবির হয়ে পড়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে, আজকে চাঁদপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সূর্যোদয় হবে ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৫টা ২৫ মিনিটে। রেকর্ড করার মত বৃষ্টিপাত চাঁদপুর জেলায় হয়নি।
আবহাওয়া অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা শাহ্ মোহাম্মদ শোয়েব বলেন, চাঁদপুরের জন্য এখন পর্যন্ত আশঙ্কাজনক খবর নেই। আমরা নিম্নচাপের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
ফম/এমএমএ/