
চাঁদপুর: চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ.কে.এম. মাহবুবুর রহমান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মাওলানা মো: ইব্রাহিম খলিল। এডভোকেট আবির হোসেন শিহাব ও জামাল সাকিব শুভেচ্ছা বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে এ.কে.এম. মাহবুবুর রহমান বলেন, আমরা বৃহত্তর মতলবের যারা আছি তারা চেষ্টা করব সবাই একসাথে থাকার। আমরা মতলবের অনেকেই অনেক ভালো আছে। আমরা সবসময় একে অপরের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করব।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সদস্য ও প্রিয় চাঁদপুরের সম্পাদক বোরহান উদ্দিন ডালিম এবং সদস্য সচিব মো. বিপ্লব সরকার।
আরিফ হোসেন শান্তর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আরো বক্তব্য রাখেন এনএসআইয়ের উপ-পরিচালক আজিজুর রহমান, ডায়াবেটিস হাসপাতালের চিকিৎসক ডা, মো: খবির উদ্দিন, এডভোকেট মনিরা চৌধুরী, রেলওয়ে স্টেশন মাস্টার মো: মারুফ হোসেন, মতলব ফাউন্ডেশনের সদস্য মো: তরিকুল ইসলামসহ প্রমূখ।
ফম/এমএমএ/