চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরস্থ বৃহত্তর মতলব ফাউন্ডেশনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনকে গতিশীল ও কার্যকর করার জন্য ১৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার এলিট চাইনিজ রেষ্টুরেন্টে পরিচিতি ও পথ চলা শুরুর সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

চিকিৎসক একেএম মাহবুবুর রহমানকে আহ্বায়ক ও সামাজিক সংগঠক মো. বিপ্লব সরকারকে সদস্য সচিব করে ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির বাকী সদস্যরা হলেন-আইনজীবী মনিরা চৌধুরী, চিকিৎসক মো. খবির উদ্দিন, শিক্ষা অফিসার মো. মানসুর আহম্মদ, আইনজীবী মো. জসিম উদ্দিন, শরিফ মাহমুদ সায়েম, এস এম নাজিম উল্যাহ, আল আমিন হোসেন উজ্জল, সেলিম মিয়া, হিসাব রক্ষক মো. আব্দুল আউয়াল মজুমদার, রেলওয়ের কর্মকর্তা মো. মারুফ হোসেন, শিক্ষক জিসান আহম্মদ সরকার এবং মেজবা উদ্দিন লিটন, মো. আবুল কালাম, সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত ও লেখক নুরুন্নাহার মুন্নি।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম