চাঁদপুর: চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ( সোমবার ১৮ এপ্রিল ) ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ মোস্তাক আহমেদ।
চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ জসিম উদ্দিন প্রধানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লা আল মামুন, কচুয়া সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ শহিদুল্লা কায়সার প্রমুখ।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আইনজীবী সমিতি মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, কচুয়া আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/চৌইই/