চাঁদপুর: চলতি মাসেই শুরু হচ্ছে প্রথমবারের মতো আন্তঃ উপজেলা প্রমিলা ও ২০ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ।
টুর্নামেন্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট ও প্রথম বারের মতো আন্ত: উপজেলা প্রমিলা ফুটবল টুনার্মেন্ট আয়োজনের লক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে চাঁদপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, এস এম মোসা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য সুভাষ চন্দ্র রায়, ফুটবল উপ কমিটির সম্পাদক শাহির পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান প্রমুখ।
অনুষ্ঠানের সকল উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এই প্রতিবেদককে জানান চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ফুটবল টুর্নামেন্টের খেলাগুলো শুরু হতে পারে। সভায় সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় জেলা প্রশাসক গোল্ডকাপ এর চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা রানারআপ দলকে ২৫,০০০ টাকা শহর ট্রফি দেওয়া হবে । প্রতিটি উপজেলা দলে ৫ জন বিদেশি খেলোয়াড় ও বাকি 6 জন খেলোয়াড় স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে পারবে ।