চর্যাপদ একাডেমির সভাপতির দায়িত্ব পেলেন আয়শা আক্তার রুপা

চাঁদপুর: প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন আয়শা আক্তার রুপা।

বুধবার ৩০ অক্টোবর সন্ধ্যায় একাডেমির নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

তিনি জানান, আয়শা আক্তার রূপা ২০১৯ সাল থেকে চর্যাপদ একাডেমির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এখন থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। তাঁর স্থলে সহ-সভাপতি পদে একাডেমির পরিচালক শিউলী মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

গত ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সভাপতি পদ শূন্য ঘোষণার প্রায় ১৭ দিনের মাথায় আয়শা আক্তার রুপাকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে চর্যাপদ সাহিত্য একাডেমির নির্বাহী পরিষদ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম