চরপাথালিয়া নুরুল হুদা উবির সভাপতি নিয়ে টানাপোড়ন

মতলব (চাঁদপুর) : মতলব উত্তর উপজেলার চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে টানাপোড়ন সৃষ্টি হয়েছে। ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের অগোচরে সভাপতি মনোনয়ন না করেই শিক্ষা বোর্ডের কাছে এড-হক কমিটির প্রস্তাব পাঠানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধ।

জানা য়ায়, দীর্ঘ মামলা জটিলতার মধ্য দিয়ে ২০১২ সালের পর ২০২২ সালের ১২ জানুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের মাধ্যমে অভিভাবক সদস্যসহ অন্যান্য পদে মোট নয় জন নির্বাচিত হন।

নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের বিধি থাকলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম কমিটির সদস্যদের অবহিত না করেই শিক্ষা বোর্ডের কাছে একটি এড-হক কমিটি প্রস্তাব করে পাঠান বলে অভিযোগ করেন ম্যানেজিং কমিটির দাতা সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী।

দাতা সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদে আমাকে এবং অন্যান্য সদস্যদের না জানিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রিসাইডিং অফিসার ব্যক্তি স্বার্থের জন্য সভাপতি মনোনীত না করেই এড-হক কমিটির প্রস্তাব পাঠান। আর এই বিষয়টি লিখিতভাবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক তদন্ত হয়। আর এই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর বিদ্যালয় পরিদর্শক উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিসাইডিং অফিসারকে ম্যানেজিং কমিটির নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সভাপতি মনোনয়নসহ অনুমোদনের নির্দেশ প্রদান করে গত ৩ এপ্রিল চিঠি প্রদান করেন এবং প্রাপ্ত প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে বলেন।

দাতা সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী আরও বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনয়নের জন্য যে চিঠি পাঠানো হয়েছে তার আলোকে ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে যেন নির্বাচন করা হয় তার জন্য আমরা চাঁদপুর জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করে পত্র পাঠিয়েছি।

ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে এড-হক কমিটির প্রস্তাব পাঠানোর বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচনের পর গত ১৯ জানুয়ারি বিদ্যালয়ের সভাপতি মনোনয়নের জন্য সভা আয়োজন করা হয়। কিন্তু সভায় কোরাম পূর্ণ না হওয়ার কারণে প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারের ক্ষমতাবলে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা এর নিকট পত্র প্রেরণ করেন। এখানে কোনো এড-হক কমিটি প্রস্তাব পাঠানো হয়নি বলে তিনি দাবি করেন।

এদিকে ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া সভার বিষয়ে নির্বাচিত সদস্যরা বলেন, ম্যানেজিং কমিটির সভার বিষয়ে তারা কোন ধরনের চিঠি পাননি। সেইসাথে মৌখিকভাবে এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবহিত করেননি। কমিটির বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের সভাপতি মনোনয়নের জন্য আমরা উপজেলায় সভার আয়োজন করেছিলাম। কিন্তু কোরাম পূর্ণ না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে শিক্ষা বোর্ডের নিকট পত্র পাঠানো হয়।

সভাপতির মনোনয়নের জন্য আয়োজিত সভায় বিষয়টি নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের অবহিত করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সদস্যদের অবহিতকরণের বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের। তবে তিনি সবার সময় অন্য সদস্যদের মুঠোফোনে জানিয়েছেন বলে দাবি করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান বলেন, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে স্থানীয়ভাবে জটিলতা রয়েছে। তবে আমরা এবার প্রশাসনের সহযোগিতা নিয়ে ওই বিদ্যালয়ে বসেই ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের কাজটি সম্পন্ন করতে চান বলে জানান। চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলাম দীর্ঘ ১৬ বছরের অধিক সময় ধরে একই পদে আছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজের অবস্থানকে দৃঢ় করার জন্য একটি পক্ষকে দিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত রাখার জন্য চেষ্টা চালিয়ে আসছেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি না থাকার কারণে প্রধান শিক্ষকের পদ শূন্য রেখেই তিনি এককভাবে ক্ষমতা ভোগ করছেন। বিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে কোনো উন্নতি না থাকার কারণে দিনে দিনে এর শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে। এমতাবস্থায় একটি সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য ম্যানেজিং কমিটি গঠনের মধ্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের পথ দেখতে চান এলাকাবাসী।

ফমএমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম