
মতলব উত্তর (চাঁদপুর): শতবর্ষের গৌরবে, মেতে উঠি উৎসবে, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এক মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম জাহিদ সারোয়ার (কাজল)। এরপর আনন্দ র্যালী বের হয়। পরে প্রাক্তন ছাত্র/ছাত্রীরা স্মৃতিচারণ করেন।
বেলা ১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের আহ্বায়ক গোলাম রাব্বানী পাপ্পুর সভাপতিত্বে ও সদস্য সচিব মহসিন সরকারের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, কর্নেল সালাউল্লাহ খান, ড. ইব্রাহিম খলিল সিরাজুল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সাংবাদিক শামসুজ্জামান ডলার, সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, অত্র স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব আতাউর রহমান খান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ক্যপ্টেন (অব.) আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আবুল বাশার, এড. ইসমাইল হোসেন, সোহেল সরকার, গোলাম জিলানী চৌধুরী টিপু, এড. জসিম উদ্দিন, ওয়াসিম আকরাম তুষার, মানসুর আহমেদ, ডা. আবু সাইদ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিকালে কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
ফম/এমএমএ/