চতুর্থবার চাঁদপুরের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক ড. মাসুদ হোসেন

চাঁদপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন চতুর্থবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কলেজ নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান (ডিসি) এ সংক্রান্ত সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ প্রদান করেন।

এই নিয়ে ড. মোঃ মাসুদ হোসেন চতুর্থবারের মতো এ সম্মাননা অর্জন করেছেন।

এর আগে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে চাঁদপুর জেলা পর্যায়ে এ সম্মান অর্জন করেছেন।

ড. মাসুদ জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন গোবিন্ধ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় থেকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

তিনি “ Analysis of Regional Disparity of Poverty in Bangladesh” অভিসন্দর্ভ এর উপর  পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। এ ছাড়াও ড. মাসুদ তার কাজের স্বীকৃতি হিসেবে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে ২০২১ সালে এপিএ পুরস্কার এবং ২০২২ সালে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম