চাঁদপুর : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে চাঁদপুর শহরে রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাঁদপুরস্থ শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
ইফতার পূর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামালউদ্দিন আহমেদের সভাপতিতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন চাঁদপুরে নবাগত অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমদ সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ও এনএসআই’র যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ।
ক্লাবের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী ফখরুল ইসলামের অনুষ্ঠান উপস্থাপনা করেন।
ক্লাবের সিনিয়র আইনজীবী অ্যাড. মোবারক হোসেন সিনিয়র সহ-সভাপতি রোটাঃ মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক মাশরুর হাসান ভুইয়া সোহাগ, ইকবাল পাটোয়ারী, কোষাধক্ষ্য অ্যাড. এ জেডএম রফিকুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান রাজন, বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী চাঁদপুরের কোট ইন্সপেক্টর মোঃ শহিদুল্লাহ, সিআইডি ইন্সপেক্টর খালেদ কায়সার, অ্যাড. ওমর ফারুক টিটুসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাঁদপুরের সাবেক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/চৌইই/