চাঁদপুর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাবের আয়োজনে পিঠা উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ২১ ফ্রেবুয়ারি বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও চবি’র সাবেক ছাত্র অ্যাডঃ মোহাম্মদ কামালউদ্দিন আহমেদ ( হিসাববিজ্ঞান বিভাগ ১৬তম ব্যাচ ও আইনজীবী সমিতির জেনারেল অডিটর শাহাদাত সরকার শাওনকে ( পদ্যার্থ বিদ্যা ৩৮ তম ব্যাচ ) সংবর্ধনা দেয়া হয়।বিকেলে পিঠা উৎসব শেষে সন্ধ্যায় সংবর্ধনা ও স্মৃতিচারন অনুষ্ঠানে অংশ নেয় বিশ^বিদ্যালয়ে পড়–য়া চাঁদপুরের সাবেক শিক্ষাথীরা।
চবি’র এক্স ষ্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আহবায়ক মোঃ ফখরুল ইসলামের ( মেরিন সাইন্স বিভাগ-ব্যাচ ৩০ তম ) সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডঃ মিজানুর রহমান ( রাজনীতি বিজ্ঞান ১৭ তম ব্যাচ ) ।
কোরআন তেলওয়াত করেন আঃ সামাদ খান রাজন ( ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ-ব্যাচ ৩৭ তম) ও গীতা পাঠ করেন অ্যাডঃ ভাস্কর দাস- ব্যাবস্থাপনা বিভাগ ৩৮ তম ব্যাচ )।
আলোচনায় অংশ নেন বিদালয়ের সাবেক ছাত্র ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডঃ আলহাজ¦ মোবারক হোসেন ( রাজনীতি বিভাগ- ৬ষ্ঠ ব্যাচ ), দুদকের সাবেক পরিচালক এ কে এম জাহিদ হোসেন খাঁন ( প্রানীবিদ্যা বিভাগ-১২ তম ব্যাচ ), মতলব সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ কামাল হোসেন ( ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ-২৮ তম ব্যাচ ), উত্তরা ব্যাংক নতুন বাজার শাখার ম্যানেজার মোঃ নাসির উদ্দিন-অর্থনিতি বিভাগ -৩৬তম ব্যাচ ), গৃদকালিন্দিয়া পূবালী ব্যাংকের ম্যানেজার মাশরুর হাসান ভ’ইয়া সোহাগ ( পদ্যার্থ বিদ্যা বিভাগ- ৩৪ তম ব্যাচ ), জনতা ব্যাংকের অফিসার মাইন এম রাকিব ( লোকপ্রশাসন বিভাগ ৪০ তম ব্যাচ ), চান্দ্রা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান সিদ্দিকী ( পদার্থ বিদ্যা বিভাগ ২২ তম ব্যাচ ), চাঁসকের সহকারী অধ্যাপক জিসান আহমেদ সরকার ( পদার্থ বিদ্যা বিভাগের -৩৬ তম ব্যাচ ), ব্যাংকার হোসাম উদ্দিন আহমেদ ( সমাজতত্ব বিভাগ -২৪ তম ব্যাচ ), অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন ( পদার্থ বিদ্যা বিভাগ -২৫ তম ব্যাচ ), অ্যাডঃ ওমর ফারুক টিটু ( আইন বিভাগ -৩৭ তম ব্যাচ ), বিকাশের অফিসার মোঃ মাসুদ আলম ( উদ্ভিদ বিভাগ-২৬ তম ব্যাচ ), আল আমিন মল্লিক ( ব্যবস্থাপনা বিভাগ -৩৬ তম ব্যাচ ), চাঁদপুর সরকারী কলেজের প্রভাষক মোঃ শেখ শাদী (উদ্ভিদ বিদ্যা বিভাগ -৪০ তম ব্যাচ ), ক্লাবের সদস্য সচিব ইকবাল হোসেন পাটওয়ারী ( মাকেটিং বিভাগ- ৩৬ তম ব্যাচ ) , রোটারিয়ান মোস্তাক আহমেদ ( গনিত বিভাগ-২২ তম ব্যাচ ) প্রমুখ।
ফম/এমএমএমএ/