
বঙ্গবন্ধু জাতীয় পর্যায়ের খেলায় সুযোগ পাওয়া চট্টগ্রাম বিভাগের দলের ৩ খেলোয়াড়রের সাথে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম। ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর: ঢাকায় শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন দেশের বিভাগীয় দলগুলো। জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল দল। আর এ দলে সুযোগ পেয়েছেন চাঁদপুরের তিন ফুটবলার।
চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃতারিকুল ইসলাম এ প্রতিবেদককে খেলোয়াড়দের সুযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলে সুযোগ পাওয়া চাঁদপুরের তিন ফুটবলাররা হলেন চাঁদপুর সদরের ওমর ফারুক, মোঃ ইয়াসিন ও ফরিদগঞ্জের জিসান । অবশ্য এই তিনজন ফুটবলার জেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট ভালো খেলা খেলেছিলেন। এই ৩ জন ফুটবলার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল হিসেবে চট্টগ্রামে বিভাগীয় খেলায় অংশগ্রহণ করেছিলেন।
চাঁদপুর জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে এই ফুটবলাররা যদি চট্টগ্রাম বিভাগীয় দলের হয়ে ভালো খেলতে পারে তাহলে তারা আগামীতে জাতীয় ফুটবল দলের বয়স ভিত্তিক দলে খেলার সুযোগ পাবে। জেলা পর্যায়ে তিনজন উঠতি বয়সী ফুটবলার নিয়মিতই ফুটবল অনুশীলন করছেন। ইতিমধ্যে তারা চাঁদপুর জেলা দলের হয়ে বিভিন্ন জেলাতে ফুটবল লীগ টুর্নামেন্ট অংশগ্রহণ করেছে।
ফম/এমএমএ/