চট্টগ্রাম ক্রিকেটে কক্সবাজারের সাথে ১১২ রানে জয়ী চাঁদপুর জেলা 

চাঁদপুর: চট্টগ্রামে ইয়ং টাইগাস অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয়লাভ করেছে চাঁদপুর জেলা ক্রিকেট দল। চাঁদপুর মঙ্গলবার  দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে খেলবে ব্রাক্ষনবাড়িয়ার সাথে।

বাংলাদেশ ক্রিকেট বোডের ব্যাবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার ( ১৬ জানুয়ারি ) সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে  অংশ নেয় চাঁদপুর ও কক্সবাজার জেলা দল।

টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুর।  দলের  খেলোয়াড়রা  ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করেন। ব্যাট হাতে চাঁদপুরের  পক্ষে সব্বোচ আব্দুল্লাহ আল সিফাত ৪৪ ও ইমতিয়াজ ৩০ রান করেন।

কক্সবাজার ২২১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন।  তারা ৪২ ওভার ৫ বলে সবক’টি উইকেট হারিয়ে ১০৮ রান করেন।  বল হাতে চাঁদপুরের পক্ষে রাফিদ হাসান   ১০ ওভারে ৬ মেডেন সহ ১৯ রানে ৪ টি উইকেট নেন।

চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন:  সিয়াম, আফ্রিদী, নোমান, ইলিয়াছ, আয়মন, সালমান, আয়ান, আলআমিন, সিফাত, সাকিব, রাফিদ, অমিত, সালাউদ্দিন, মানব, ইনজামাম, জাহিদ, তানভীর, আঃ রহমান, ফিরোজ, অনিমেশ, রাহুল ও জিসান। কোচ মোশারফ বাবু ও টিম ম্যানেজার মাসুদ।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম