চট্টগ্রাম: শিল্প চর্চা কেন্দ্র ও আত্ন উন্নয়নমূলক সংগঠন পূর্বা’র ২০ বছর পূর্তিতে শিশুদের স্বাধীন ও সুন্দর মননশীলতার পরিস্ফুটন ঘটানোর লক্ষ্যে শিশু চিত্রকরদের দেড় শতাধিক চিত্রকর্ম নিয়ে আয়োজিত চিত্রপ্রদর্শনী “ইচ্ছেমত” এর সমাপনী দিনে শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন আর্ট গ্যালারীতে পুরস্কার বিতরনী পর্ব পূর্বা’র সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়।
প্রাবন্ধিক খন রঞ্জন রায়ের সভাপতিত্বে ও পূর্বা’র সদস্য নাজবীন সুলতানা জেবীনের সঞ্চালনায় প্রদর্শনীর কথামালা পর্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর আবিদা আজাদ ।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বা’র সদস্য মুনারাত জাহান মুহসী, রিপা দত্ত, রিফাত জাহান মীম, ইব্রাহিম খলিল প্রমুখ। কথামালা পর্বে বক্তারা বলেন, শিশুদের মনোজাগতিক উৎকর্ষ সাধনে সাংস্কৃতিক চর্চা আরো বৃদ্ধি করতে হবে।
এতে মুঠোফোনে আসক্ত না হয়ে তারা সাংস্কৃতিক চর্চামুখী হয়ে উঠবে। এক হাজার ছবির প্রদর্শনী উপযোগী একটি আর্ট গ্যালারী স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানান বক্তারা।
ফম/এমএমএ/