চাঁদপুর: চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৪ ক্রিকেট খেলতে গেলেন চাঁদপুরের দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এ খেলাগুলো অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে শনিবার ( ২৪ ডিসেম্বর ) চাঁদপুর খেলবে রাঙ্গামাটি জেলা দলের সাথে। দ্বিতীয় ম্যাচ খেলবে ২৬ ডিসেম্বর কক্সবাজার ও ২৯ ডিসেম্বর খেলবে বান্দরবান জেলার সাথে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে খেলোয়াড়দের খেলার বিষয়সহ বিভিন্ন বিষয় তাদের সাথে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। জেলা দল দুপুরেই চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা করে।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা হলেন : আবরার রশিদ সাফি, ফারহান মাহাতাব শাওন, সৈয়দ আলম মাহাজ, আদিল আরহাম, আবদুল্লাহ আল জুবায়ের মামুন, জুবায়ের আহম্মেদ খান, আব্দুল্লা আর ফাহিম, ফারদিন হোসাইন, সানজিদ ইসলাম, মিয়াদ খান, সিয়াম খান, নেহাল আহমেদ, ইশতিয়াক আহমেদ, আরাফাত মাহিন ও তৌহিদুল ইসলাম। দলের কোচ – শামীম আকতার ফারুকী, ম্যানেজার ফয়সাল সানি ও ট্রেনার পলাশ কুমার সোম।
ফম/এমএমএ/চৌইই/