চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চাঁদপুর জেলা

চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৮ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ওঠা চাঁদপুর জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ।

চাঁদপুর:  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় চট্টগ্রামে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠলো চাঁদপুর জেলা ক্রিকেট দল। লক্ষ্মীপুর অনূর্ধ্ব ১৮ জেলা দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর ) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সেমিফাইনালে লক্ষ্মীপুর জেলার সাথে ৯ উইকেটে কেটে জয় লাভ করে চাঁদপুর জেলা ক্রিকেট দল। চাঁদপুরের দলটি ১৯ শে ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলবে।

মঙ্গলবার সেমিফাইনালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লক্ষ্মীপুর অনর্ধ্ব ১৮ জেলা ক্রিকেট দল । তারা ৩৪ ওভার ৪ বলে সবক’টি টি উইকেট হারিয়ে ৭৯ রান করেন। চাঁদপুরের পক্ষে বল হতে অনিমেষ ৩ সালমান ৩ আলামিন ২ ও মাহমুদুল হাসান ২টি করে উইকেট নেন।

চাঁদপুর জেলা ক্রিকেট দল ৮০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। দলটি ২০ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান। চাঁদপুরের পক্ষে ব্যাট হাতে মাহমুদুল হাসান ৩৮ তানজিম ১৯ ও সাঈদ আফ্রীদি ১৮ রান করে ।

চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়রা হলোঃ শাহেদ আফ্রিদী, সালমান জাহাান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবক্কও রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান, জিহাদ গাজী। কোচ পলাশ কুমার সোম। টিম ম্যানেজার রিপন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম