ঘোষেরহাট মামলায় খালাস পেলেন শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ নেতাকর্মী

চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানাধীন ঘোষেরহাট বসু পাটোয়ারী বাড়ীর সামনে কুমিল্লা মহাসড়কের এলাকার মামলায় খালাস পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ নেতাকর্মী।

মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি ২০২৫ সকালে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহারের আদালতে এসটিসি ৭৬/১৫ মামলায় আসামিপক্ষের আইনজীবীরা আসামিদেরকে চার্জ থেকে খালাসের প্রার্থনা করেন।

শুনানীকালে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্লাহ সেলিম সহ মামলার অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেন।

মামলা পরিচালনাকারী অ্যাড. শামসুল ইসলাম মন্টু সাংবাদিকদের কে জানান, ২০১৫ সাল থেকে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ অন্যান্য নেতাকর্মীরা নিয়মিত হাজিরা দিয়ে আসছেন।
আদালত মঙ্গলবার তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম