গ্রেনেড হামলার প্রতিবাদে চাঁদপুরে বঙ্গবন্ধু আইনজীবী প‌রিষদের মানববন্ধন 

চাঁদপুর: ২০০৪ সা‌লের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবা‌দে, বিএন‌পি ও‌ জামা‌তের অপরাজন‌ী‌তির তীব্র প্রতিবা‌দে চাঁদপু‌রে বঙ্গবন্ধু আইনজীবী প‌রিষদ বি‌ক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে। ২১ আগষ্ট সোমবার সকাল ১১টায় জেলা জজ‌কোর্ট প্রাঙ্গ‌ণে সমাবেশে সভাপ‌তির বক্তব‌্য রা‌খেন বঙ্গবন্ধু আইনজীবী প‌রিষদ চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি অ‌্যাডভোকেট আহসান হা‌বিব।
বঙ্গবন্ধু আইনজীবী প‌রিষদের সাধারণ সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট সাইয়্যেদুল ইসলাম বাবুর প‌রিচালনায় ‌বি‌ক্ষোভ সমা‌বে‌শে আরও বক্তব‌্য রা‌খেন, ২০০৪ সা‌লের জেলা আইনজীবী স‌মি‌তির সাধারণ সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট মোবারক হো‌সেন, অ‌্যাড‌ভো‌কেট জ‌হিরুল ইসলাম, অ‌্যাড‌ভো‌কেট মু‌জিবুর রহমান ভূইয়া, অ‌্যাড‌ভো‌কেট রুহুল আ‌মিন সরকার, পাবলিক প্রসি‌কিউটর অ‌্যাড‌ভো‌কেট  রন‌জিৎ রায় চৌধুরী, অ‌্যাড‌ভো‌কেট আব্দুর রহমান, অ‌্যাড‌ভো‌কেট জ‌সিম উ‌দ্দিন পাটওয়ারী, অ‌্যাড‌ভো‌কেট ‌দেবা‌শিষ কর মধু. অ‌্যাড‌ভো‌কেট আব্দুল্লা আল মামুন, অ‌্যাড‌ভো‌কেট হুমায়ন ক‌বির অ‌্যাড‌ভো‌কেট শেখ সাদী, অ‌্যাড‌ভো‌কেট শাহআলম প্রমূখ।
বি‌ক্ষোভ সমারব‌শে বক্তারা ব‌লেন, ২০০৪ সা‌লের ২১ আগষ্ট আওয়ামী লী‌গের সন্ত্রাস বি‌রোধী শা‌ন্তি সমাবে‌শে গ্রেনেড হামলা ছিল সে‌দিন ক্ষমতাসীন ‌বিএন‌পি জামায়াত জোট সরকারে সুপ‌রিক‌ল্পিত হমালা। সে‌দিন জন‌নেত্রী শেখ হা‌সিনা প্রা‌ণে বেঁচে গে‌লেও সা‌বেক প্রয়াত প্রেসি‌ডেন্ট জিল্লুর রহমা‌নের স্ত্রী নারী নেত্রী আই‌ভি রহমান, ঢাকার মেয়র হা‌নিফ, চাঁদপু‌রের হাইমচর উপ‌জেলার কুদ্দুস পাটওয়ারী, মতলব উত্ত‌রের আ‌তিক সহ ২৪ জন নেতাকর্মী নিহত হ‌য়ে‌ছি‌লেন। সে‌দি‌নের সেই ভয়াবহ হামলার মাস্টার মাইন্ড ছি‌লেন তৎকালীন জোট সরকা‌রের স্বররাষ্ট্রমন্ত্রী বাবর ও খা‌লেদা জিয়া পুত্র তা‌রেক রহমান। আওয়ামী লীগ  উদার ও অপরাজনী‌তি ক‌রেনা ব‌লেই আই‌নের আওয়তায় এ‌নে ‌২১ আগ‌ষ্টের হামলার বিচার ক‌রে‌ শা‌স্তি প্রদান করা হ‌য়ে‌ছে। ই‌তিম‌ধ্যে ১৫ জন‌কে জেল হাজ‌তে ‌প্রেরণ করা হ‌লেও হামলার প্রধান মাষ্টার মাইন্ড তা‌রেক রহমান ইংল‌্যা‌ন্ডে পলাতক র‌য়ে‌ছে। সরকা‌রের কা‌ছে আমা‌দের জোড় দাবী তা‌রেক রহমান‌কে বি‌দেশ থে‌কে দে‌শের মা‌টি‌তে এ‌নে শা‌স্তি প্রদান করা হোক।
বক্তারা আর‌ও বলেন, জন‌নেত্রী শেখ হা‌সিনা সে‌দিন বেঁচে গি‌য়ে‌ছি‌লেন ব‌লেই‌ আজ দেশে উন্নয়‌নের ধারা অব‌্যাহত র‌য়ে‌ছে। তাই‌ আগামী নির্বাচ‌নে সক‌লে নৌকা মার্কায় ভোট দি‌য়ে জন‌নেত্রী শেখ হা‌সিনা‌কে পুনরায় প্রধানমন্ত্রী ক‌রে উন্নয়‌নের ধারাবাহিকতা অব‌্যাহত রাখুন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম