গ্রাজুয়েট হলেন ব্যাচেলর পয়েন্টের শিমুল

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। এই নাটকের প্রতিটি চরিত্রকে আলাদাভাবে বিশ্লেষণ করা যায়। চরিত্রগুলো যেন একে অপরের গায়ে লাগানো, একটি ছাড়া অপর চরিত্র মলিন হয়ে যায়। ব্যাচেলর পয়েন্টের এমনই একটি চরিত্র শিমুল।

আসল নাম শিমুল শর্মা। এই শিমুল শর্মা এখন গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ কম্পিউটার বিজ্ঞানে (সিএসই) বিএসসি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়টির ৭ম কনভোকেশনে ২০১৭-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে শিমুল অফিশিয়ালি স্নাতকের সনদ পান। তিনি জানান, গত বছরই তার বিএসসি সম্পন্ন হয়।

বুধবার মিরপুর ১৪ নাম্বারের পুলিশ কনভেশন হলে কনভোকেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরপরই কাজল আরেফিন অমির সহকারী হিসেবে ‘বুম ফিল্মস’-এ কাজ শুরু করেন শিমুল। তখন বেশীরভাগ শুটিং হতো উত্তরায়। এমনও হয়েছে শুটিং থেকে সরাসরি পান্থপথ ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে হতো শিমুলকে।

শিমুল  বলেন, কম্পিউটার বিজ্ঞানে অনার্স শেষ করলাম। এখন মাস্টার্স করব। বাসা থেকেই তেমনই চাপ রয়েছে। তবে আমি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। চলচ্চিত্র নিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছে রয়েছে। দেশের বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করবো। আর যদি তা না হয় তাহলে দেশেই দেখি…’

২০১৭ সালে নির্মাতা কাজল আরেফিন অমির ‘নেটওয়ার্ক বিজি’ নাটকের মাধ্যমে সহকারী হিসেবে কাজ শুরু করেন শিমুল।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম