গোয়ালন্দ (রাজবাড়ী): রবিবার (১৪ আগষ্ট) পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান এর নেতৃত্বে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় শব্দদূষণের দায়ে দুটি যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫শ’ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।
একই সময়ে ও ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে একটি পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে হর্ণের শব্দ সহনশীল মানমাত্রার মধ্যে রাখার ও পরিবেশসম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/