কুমিল্লা: কুমিল্লা গোমতী নদীর মাটি কাটা সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে আবারো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
তিনি বলেন, গোমতী নদীর পাড়ে মাটি কাটা অবস্থায় এবার কাউকে পাওয়া গেলে জরিমানা করা হবে না, মোবাইল কোর্টের মাধ্যমে জেল দেওয়া হবে। এমপি বাহার বলেন গোমতী নদীর মাটি অবৈধ ভাবে কাটা হচ্ছে, এই মাটি বহনকারি ট্রাকের কারণে রাস্তা নষ্ট হচ্ছে। অবৈধ মাটিকাটা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কঠোর অবস্থান নিতে হবে। এ চক্রে দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।
রবিবার (১৩ ফেব্রয়ারী) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত পৃথক তিনটি সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন। এসময় উপজেলা পরিষদ এর সদস্য জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজিত ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবার বাছাই সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
বেলা ১২ টায় আদর্শ সদর উপজেলা পরিষদ এর মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল। সভার শুরুতে ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান এড. হোসনেয়ারা বকুল, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসাদ রাব্বানী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম সহ অনান্যরা বক্তব্য রাখেন।
ফম/এমএমএ/