ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১০নম্বর গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দল বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করে।
শনিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আক্তার হোসেন ও সদস্য সচিব মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিশাল মিছিলটি গোয়ালভাওর বাজারের পশ্চিম মাথা থেকে শুরু হয়ে সমাবেশ স্থলে এসে শেষ হয়। মিছিলটি বাজারে সবার দৃষ্টি কাড়ে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল আলম জুয়েল, যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন ও জাকির শেখ, উপজেলা স্বেচ্ছাসেব দলের নেতা দেলোয়ার শেখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জসীম উদ্দিন মিজি, সদস্য সচিব নয়ন বেপারি, যুগ্ন আহবায় বিপুল বেপারী, স্বেচ্ছাসেবক দলের নেতা দেলোয়ার শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ১২ অক্টোবর শনিবার বিকালে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক এম. এ হান্নান।
ফম/এমএমএ/