চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া।
গত ২৯ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার এক চিঠিতে এই মনোনয়ন দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ি গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের এডহক কমিটির বর্তমান সভাপতি মো. হারুনুর রশিদের মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি এবং বিদ্যুৎসাহী মোহাম্মদ মোহেবুল্লাহ খান এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যুৎসাহী হিসেবে চাঁদপুর জেলা শিক্ষা অফিসারকে মনোনয়ন দেয়া হলো।
এতে আরো উল্লেখ করা হয়, এই এডহক কমিটির মেয়াদ ১ জুলাই থেকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হলো। এই সময়ের মধ্যে পরিচালনা পর্ষদের নিয়মিত কমিটি কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে উল্লেখিত মনোনয়ন ভাইস চ্যান্সেলর যে কোন সময় প্রত্যাহার করার ক্ষমতা রাখেন।
এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাগেছে, লায়ন মো. হারুনুর রশিদ চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা। তিনি সভাপতি মনোনীত হওয়ার পর কলেজ পরিচালনায় নানা জটিলতা সৃষ্টি হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে পরিবর্তন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি মনোনয়ন করায় শিক্ষার্থীদের দাবীর বিজয় হয়েছে বলে তারা মনে করেন। তারা ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত ঘোষণা করেছেন।
ফম/এমএমএ/