গুনি শিল্পী বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি : ইমতিয়াজ হোসেন

ছবি: শাহরিয়া পলাশ, ফোকাস মোহনা.কম।
চাঁদপুর:  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত, আলোচনা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রয়াত কণ্ঠশিল্পী তাহমিনা হারুন স্মরণে সংগীত পরিবেশনা এবং গুনিজনদের সম্মাননার  মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বরলিপি নাট্যগোষ্ঠীর আয়োজনে এবং গ্যালাক্সী রিসোর্ট লি. নিবেদিত সপ্তাহব্যাপী ‘সম্প্রীতির বন্ধন’ উৎসবের দ্বিতীয় দিন।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
দ্বিতীয় দিনের কার্যক্রমের মধ্যে সন্ধ্যায় প্রয়াত কণ্ঠশিল্পী তাহমিনা হারুন স্মরণে সংগীত পরিবেশনা করা হয়। সংগীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক কণ্ঠশিল্পী অনিতা নন্দী, মৃনাল সরকার।
সংগীত পরিবেশনা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
তিনি বলেন, আমি গান ভালোবাসি। ছোটবেলা থেকেই গান শুনতাম। আজকের যে ৬টি গান শুনেছি সেসবগুলো একেবারেই অবিকল ছোটবেলায় যা শুনেছিলাম তাই এখন যেন শুনলাম।
এডিসি আরো বলেন, আমরা মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে চেষ্টা করছি গৌরবোজ্জ্বল শিল্পকলা একাডেমী যেন সামনের দিকে এগিয়ে যায় এবং এই শিল্পকলা থেকে যেন আরো অনেক গুনি শিল্পী বের হয়ে চাঁদপুরকে আরো গৌরবান্বিত করেন তার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, নাট্যকার গোবিন্দ মন্ডল ও কণ্ঠশিল্পী মৃনাল সরকারকে সম্মাননা প্রদান করা হয়।
স্বরলিপি নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু’র সঞ্চালনায় সম্মাননাপ্রাপ্তরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন।
পরে রাতে একইস্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম