গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ

চাঁদপুর: চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে ৭কেজি গাজাসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট থেকে তাদেরকে আটক করেন নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল বালাসহ সঙ্গীয় ফোর্স।

আটককৃতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ এলাকার রাজু ও চান্দিনার কাউছার।

বাবুল বালা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে লঞ্চঘাট থেকে দুই ব্যাক্তিকে ৭ কেজি গাজাসহ আটক করা হয়। তারা কুমিল্লা থেকে গাঁজাগুলো নিয়ে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি চাঁদপুর লঞ্চঘাট থেকে বেশ কয়েকটি মাদকের চালান আটক করেছে নৌ পুলিশ। মাদকব্যবসায়ীরা চাঁদপুর নৌ রুটকে নিরাপদ হিসেবে ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম