গর্ভপাতের সমর্থনে যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যে মিছিল

Picture Internet

গর্ভপাতের অধিকারের দাবিতে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে হাজার হাজার মানুষ মিছিল করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন যে আইন করা হয়েছে, হাজার হাজার মানুষ মিছিল করে সেই আইনের বিরোধিতা করে স্লোগান দিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, মিছিলকারীদের প্রত্যাশা, তারা সাংবিধানিক অধিকার ফিরে পাবেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া ১৯৭৩ সালের একটি আইনের ওপর আগামী কয়েক মাসে শুনানি হবে। বিশেষজ্ঞদের ধারণা, বিতর্কিত ওই আইনে পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত রায় আসার অনেক আগেই দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নামার ঘটনা ঘটল।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন করতে দেখা গেছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সুপ্রিম কোর্ট ঘিরে। তবে গর্ভপাত সমর্থন করে না এমন একটি দল তাদের বাধা দিয়েছে।
সূত্র : বিবিসি।

ফোকাস মোহনা.কম