দেশে বৃষ্টি কম থাকার কারণে তাপপ্রবাহের আওতা আরো বেড়েছে। বর্তমানে ১৭টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে আরো চারদিন। তাই আগামী রবিবার পর্যন্ত গরমের কষ্ট সহ্য করা লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সন্ধ্যায় এসব তথ্য জানায় সংস্থাটি।
এর আগের দিন সিলেট বিভাগের চার জেলাসহ মোট সাত জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দেয় আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজশাহী বিভাগের আট জেলা ও সিলেট বিভাগের চার জেলাসহ মোট ১৭ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত।
ফম/এমএমএ/