গনি স্কুলের কাছে ১৬৩ রানে হেরেছে বাবুরহাট স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা

বাবুরহাটের সাথে জয়ী গনি হাইস্কুলের খেলোয়াড়রা। 
চাঁদপুর:  চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় জয়লাভ করেছে গনি মডেল  ( হাইস্কুল)  উচ্চ বিদ্যালয়।
সোমবার ( ১১ এপ্রিল )  সকালে  চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করেন গনি মডেল হাইস্কুল ও বাবুর হাট স্কুল এন্ড কলেজ।  প্রতিযোগিতার  সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোড।
 চাঁদপুর স্টেডিয়ামে গনি আদর্শ ব উচ্চ বিদ্যালয় টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা  ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে  সালমান জাহান ৯০ বলে ৬৬ রান এবং মুশফিক হাসান ৭০ বলে ৪২ ও মোঃ শান্ত ৪২ বলে ৪৫ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাত্র ২৩.২ ওভার ব্যাট করে ৮৫ রান করে সবাই অল আউট হয়ে।  গনি স্কুলের পক্ষে বল হাতে সালমান জাহান ৮-৩-২৮-৫ উইকেট লাভ করে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করেন। গনি স্কুল ১৬৩ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াছিন ইকরাম | ফোকাস মোহনা.কম