গনপরিষদের সাবেক সদস্য প্রয়াত অ্যাড. সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদগঞ্জ (চাঁদপুর): সাবেক গনপরিষদ সদস্য, চাঁদপুর জেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) তার জন্মস্থান ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা নিজ বাড়িতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। একইদিন চাঁদপুরজেলা শহরের বিভিন্ন জামে মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বরেণ্য এ রাজনীতিবীদ ১৯৯৯ সালের ১১ অক্টোবর রাতে ইন্তেকাল করেন । মৃত্যু কালে তিনি স্ত্রী ও ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বর্ণাঢ্য জীবনে গনপরিষদ সদস্য,জেলা আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রকৌশলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন।

দোয়া অনুষ্ঠানের পূর্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের ছোট ছেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, আমার প্রয়াত বাবা দেশে মাতৃকার জন্য স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেছেন। তিনি জীবনের মায়া ত্যাগ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তিনি তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

ফম/এমএমএ/

মাছুম তালুকদার | ফোকাস মোহনা.কম