চাঁদপুর: চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য সাংসদ প্রার্থী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুন অর রশিদ সাগর বলেছেন, ফরিদগঞ্জবাসীর কল্যানে নিজেকে নিয়োজিত রেখিছি গত ২০ বছর ধরে। আমি ডাক্তারি পাশ করার পর থেকেই আমার নিজ উপজেলার গরিবদুঃখী সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী যদি আমাকে ফরিদগঞ্জ আসনে মনোনয়ন দেন তা হলে আপনাদের জন্য আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো। তাই আপনাদের দোয়া ও সমর্থন আমি চাই। চাঁদপুর জেলার ৫ টি আসনের মধ্যে আমাদের ফরিদগঞ্জ আসনটি হলো অবহেলিত, এখানে কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই, বিনোদনের জন্য পার্কের ব্যাবস্থা নেই, খেলাদুলার জন্য মাঠের ব্যাবস্থা নেই। তাই এই কাজগুলো করার জন্য আমি সুযোগ পেলে চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়ন এর গাজীপুর গ্রামের সূত্রধর ( হুতারবাড়ী) বাড়ী ও গাজীপুর বাজারে গণসংযোগ করতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্য এইসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাইনুদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শহিদুল্লাহ মিয়া, দেলোয়ার হোসেন বাবুল পাটওয়ারী, জেলা তাতিলীগের সদস্য সমীর কুরি, ওয়ার্ড আওয়ামীলীগের নেতা খোরশেদ আলম, সোনামিয়া কবিরাজ, জাকির হোসেন মুন্সী, রিয়াদ পাঠান, সাদ্দাম হোসেন মিজি, ৮ নং পাইকপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আশ্রাফ পাটওয়ারী মিঠু, চাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য জাহিদুল হক মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফুর রহমান মজুমদার, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ১ নং বালিথুবা প: ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, যুবলীগ নেতা ফয়সাল আহমেদ, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিয়াস চন্দ্র দাস প্রমুখ।
ফম/এমএমএ/
স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন