
চাঁদপুর: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শনিবার (১ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সুজন চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, রিয়াদ ফেরদৌস ও আল-ইমরান শোভন, দৈনিক প্রভাতীয় কাগজের সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মো. ওমর ফারুক, চাঁসক বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক পীরজাদা মাহফুজ উল্যা খান, সুজন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক মিলন প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, ’সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানে দেশের মানুষের কল্যাণ কাজ করছে অরাজনৈতিক সংগঠন সুজন। দেশের সাম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। এইভাবে চলতে দেওয়া যায় না। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাই। একই সাথে সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি জানাই।
ফম/এমএমএ/