চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ঢালিরঘাট এলাকায় খোলা পেট্রোল বিক্রি ও মেয়াদ উত্তীর্ণের এবং উৎপাদনের তারিখ ছাড়া আইসক্রীম পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, পেট্রোল ও অকটেন খোলা বিক্রয় আইন দ্বারা শাস্তিযোগ্য। বেআইনিভাবে আইসক্রিম তৈরি করা, উৎপাদনের তারিখ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ ব্যবহার না করা এবং সর্বোচ্চ খুচরা মূল্য না থাকাও আইন দ্বারা শাস্তিযোগ্য। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, সদরের ঢালিরঘাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযানে পেট্রোল দোকানকে ১ হাজার এবং আইসক্রীম কারখানাকে ৫ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর মডেল থানার একটি চৌকস টীম। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/