হাইমচর (চাঁদপুর): হাইমচর উপজেলা ২নং আলগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে এম বি পি এল কতৃক মাদক, বাল্যবিবাহ ও দুর্নীতি মুক্ত ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩টায় ৬নং উত্তর আলগী বালুর মাঠে পায়রা উড়িয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে ক্রিকেট খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আলগী উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার ও বর্তমান মেম্বার পদপ্রার্থী নাজির রায়হান বেগ।
উদ্বোধন কালে প্রধান অতিথি নাজির বেগ বলনে তরুন সমাজকে মাদক ইভটিজিং ও অন্যায় থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নাই। আমি খেলাধুলা ও সামাজিক কাজে ছিলাম এবং সবসময় থাকবো। রিমি স্পোর্টিং ক্লাব ও রাজু স্পোর্টিং ক্লাব খেলায় অংশ নেন। খেলায় রিমি স্পোর্টিং ক্লাব বিজয়ী হন। খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন হাইমচর উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাচ্চু কবিরাজ।
আগত অতিথিদের ফুল দিয়ে বরন করেন এম বি পি এল আয়োজক কমিটি। এসময় উপস্থিত ছিলেন, মোঃ শাহআলম মিজি, হান্নান ভুইয়া, সৈয়দ মিজি, মোক্তার আখন ও রমিজ গাজী প্রমুখ।
ফম/এমএমএ/