
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অপরাধমূলক কাজের হাত থেকে রক্ষা করা সম্ভব। যুব সমাজ দেশের সম্পদ। তাদেরকে দলমত নির্বিশেষে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং সহ যেকোন অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত রাখতে হলে সারা বছর বিভিন্ন খেলাধুলার আয়োজন করতে হবে। দীর্ঘ বছর এই ধরণের আয়োজন বন্ধ ছিলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব এডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ জালাল মিশন, সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানরাইজ ক্লাবের সভাপতি সঞ্চয় দাস সুমন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
টুর্নামেন্টে ৬টি দল অংশ গ্রহণ করবে। দলগুলো হচ্ছে: পুরান বাজার একাদশ, তালতলা স্পোর্টিং ক্লাব, চাঁদপুর ব্রাদার্স ইউনিয়, চাঁদপুর সোনালী অতীত ক্লাব ফুটবল একাডেমী, কচুয়া উপজেলা ফুটবল একাদশ, ও মতলব ফুটবল কিংস।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পুরান বাজার একাদশ বনাম তালতলা স্পোর্টিং ক্লাব। নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল করতে না পারায় ম্যাচটি ড্র হয়।