চাঁদপুর: চাঁদপুরে ২০তম জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর মঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মতলব উত্তর উপজেলা বনাম চাঁদপুর সদর উপজেলা অংশগ্রহন করে। ৬০ মিনিটের খেলায় কোন গোলই সংগ্রহ করতে পারে নি কোন দল। ম্যাচ শেষে ট্রাইবেকারে ৩-৫ গোলে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সদর উপজেলা এবং রানার্সআপ হয়েছে মতলব উত্তর উপজেলা। খেলা শুরু থেকে মাঠে ছিল টান টান উত্তেজনা। গ্যালারীতে দর্শকদের উৎসব ছিল চোখে পড়ার মত।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এবং দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহম্মদ সাইফুল ইসলাম পিপিএম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান। এছাড়াও প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সকল উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি ও রাজননৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, উন্নত দেশ গড়ার অংশ হিসেবে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়া ও কাজকর্মের পাশাপাশি সবাইকে খেলাধুলা করা দরকার। খেলাধুলা মনমানসিকতা ভালো রাখে। বিশেষ করে ছোটদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা করতে হবে। তাহলেই তারা মাদক অথবা খারাপ আড্ডায় লিপ্ত হবে না। এমন সুন্দর একটি খেলা উপহার দেওয়ায় চাঁদপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
বিভাগীয় কমিশানর আরো বলেন, বর্তমানে যুব সমাজের মধ্যে যেসব অপরাধ দেখা দিয়েছে, এই খেলাধুলার মাধ্যমে তারা মাদক থেকে মুক্তি পাবে, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্তি পাবে। এমনকি যারা মাদকাসক্ত হয়ে গেছে, তারাও যদি খেলাধুলা করে নিয়মিত, তাহলে এই খারাপ পথ থেকে মুক্তি পেতে পারে। একজন যুবক যখন খেলাধুলা করবে তখন সে ভালো খেলোয়াড় হবে এজনক সংগঠক। তার মাথায় ভালো বুদ্ধি কাজ করবে। এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে তার এই ভূমিকা কাজে আসবে। এবং সুস্থ সুন্দর সমাজ গড়তেও এই ভুমিকা গুরুত্বপূর্ণ বিষয় হবে। তিনি বলেন, আমাদের যে আকাংখা সোনার বাংলা গড়ার। সেই আকাংখা বাস্তবায়নে আজকের যুবকরাই আগামী দিনে অংশীদার হবে। সকলে মিলে মিশে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তোলতে সক্ষম হবো তখনই, যখন আমরা এই দেশ সমাজ নিয়ে চিন্তা করবো এবং যার অবস্থান থেকে কাজ করবো। আজকের এই খেলা আয়োজন করায় চাঁদপুর জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের উদ্দেশ্য হল, যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করা। খেলাধুলা তার অন্যতম মাধ্যম। তাই আগামী দিনে যাতে তারা ভালো কিছু করতে পারে সেজন্য চাঁদপুর জেলা প্রশাসন প্রতি বছরই এই খেলা আয়োজন করবে। খেলায় হারজিত থাকবেই। তবে দৃঢ়তার সাথে প্রতিযোগীতা করলে জয় হবেই।
এদিকে একই দিনে আন্তঃউপজেলা প্রমিলা ফুটবল টূর্ণামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ওই ফাইনাল খেলায় চাঁদপুর সদর উপজেলাকে ট্রাইব্রেকারে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়। উভয় খেলার ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
ফম/এমএমএ/