বুধবার (২৬ জুন) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলঅম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ৮ উপজেলা থেকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ, ছেংগারচর সরাকরি ডিগ্রি কলেজ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, মেহের ডিগ্রি কলেজ, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, মতলব সরকারি ডিগ্রি কলেজের খেলোয়াড়রা অংশগ্রহণ করে।