চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর-পশ্চিম খেরুদিয়া গ্রামে নান্দনিক ও মনোরম পরিবেশে গড়ে ওঠা খেরুদিয়া রহিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ইসলাম শিক্ষায় আলো ছড়াচ্ছে।
আলহাজ্ব ফজর আলী গাজী ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৬ সালে এ প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু করা হয়। এখানে ৬টি বিভাগের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়। বিভাগ সমূহ হলোঃ হেফজখানা,নূরানী, নাজেরা, হিফজুল কোরআন, স্পেশাল নাজেরা ও কিতাব খানা।
বর্তমানে এখানকার হেফজখানায় ২৫ জন এবং অন্যান্য বিভাগে শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। এসব শিক্ষার্থীর থাকা-খাওয়া এবং শিক্ষা উপকরণসহ অন্যান্য সকল খরচ ফাউন্ডেশন বহন করে থাকে। অভিজ্ঞ এবং দক্ষ ৫ জন শিক্ষক নিয়মিত শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকেন।
অত্যন্ত নান্দনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন তিনতলা বিশিষ্ট মাদ্রাসা ভবনটিতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং থাকা খাওয়ার ব্যবস্থা রাখা রয়েছে। ভবনের সামনে রয়েছে শিক্ষার্থীদের একটি খেলার মাঠ।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান গাজী জানান, আমার পিতাঃ আলহাজ্ব ফজর আলী গাজী ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে আমার ছোট ভাই ডাঃ গাজী গোলাম মোস্তফা ও ইঞ্জিনিয়ার গাজী সেলিম সহ আমার পরিবারের লোকজন আমার পিতার নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি।
এই ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয়দের সহযোগিতায় ১ একর জমির উপর ২০১২ সালে একটি মসজিদ কমপ্লেক্স ও ২০১৬ আমার মায়ের নামে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চালু করি। বর্তমানে এখানে হেফজখানা ২৫ জন এবং অন্যান্য বিভাগে শতাধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।
এখানে অধ্যায়নরত শিক্ষার্থীদের থাকা খাওয়া সহ অন্যান্য খরচ আমাদের ফাউন্ডেশন বহন করে থাকে। মসজিদ এবং মাদ্রাসা ও এতিমখানা পরিচালনায় প্রতিমাসে প্রায় ১লক্ষ টাকা ব্যয় করা হয়। এই অর্থের যোগান আমরাই দিয়ে থাকি। অধ্যায়নরত শিক্ষার্থীদের কাছ থেকে কোন প্রকার অর্থ নেয়া হয় না।
তিনি আরো জানান,অত্র অঞ্চলে ইসলাম শিক্ষা প্রসারের জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। সকলের সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানটিকে আরো ব্যাপক ভাবে ঢেলে সাজানোর চেষ্টা করবো যাতে করে এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির কল্যাণে আলো ছড়াতে পারে।
ফম/এমএমএ/