কবি ও চলচ্চিত্র নির্মাতা জহির খান এবার মিজানুর রহমান বেলাল এর রচনায় আরো একটি ব্যাতিক্রমধর্মী গল্পের প্লট নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন খন্ড নাটক “লেডিস গ্যাং” খুব শিগ্রই শুটিং শুরু করবেন বলে তথ্য জানিয়েছেন নির্বাহী প্রযোজক আমিনুল ইসলাম।
আটিস্ট ও লোকেশন প্রায় চুড়ান্ত। আশা করছি দর্শক নতুন স্বাদ পাবেন।
ফম/এমএমএ/