খুব শিগ্রই প্রচার হবে “নীলার লাল শাড়ী”

কবি ও চলচ্চিত্র নির্মাতা জহির খান একটি ব্যতিক্রম গল্পের টেলিফিল্ম নির্মাণ করলেন।

তারেক মাহমুদের রচনায় শুধুমাত্র একটি লাল শাড়ীকে কেন্দ্র করে পুরো গল্প এগিয়ে যায়।

“নীলার লাল শাড়ী” অভিনয়ে করেছেন – অর্পনা ঘোষ, গোলাম কিবরিয়া তানভীর, আব্দুল্লাহ রানা, সাহেলা আক্তার সহ অনেকে। খুব শিগ্রই প্রচার হবে চ্যানেল আই এ।

ফম/এমএমএ/

বিনোদন ডেস্ক | ফোকাস মোহনা.কম