খুচরো প্রেমের পদ্য (কবিতা)

— যুবক অনার্য
১.
প্রেম
একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া
ঝড়ের পর বৃষ্টি নাও হতে পারে
তবে বৃষ্টির পূর্বে ঝড় অনিবার্য
২.
সকল প্রেমে বিয়ে হয় না
সকল বিয়েতে প্রেম থাকে না
৩.
তোমাকে ভালোবাসতে ভয় হয় যদি হারিয়ে ফেলি
তোমাকে ভালোবাসি বলতে ভয় হয় যদি ফিরিয়ে দাও
তোমার সামনে দাঁড়ালে ভালোবাসার অপরাধে নিজেকে দন্ডিত মনে হয়
৪.
দূরে – একটি পাখি ঘর বেঁধেছে টাপটুপ টাপটুপ
দূরে- এক পাখি বাক্ হারালো নির্জন নিশ্চুপ
৫.
প্রেম জমে জমে ভালোবাসা হয়
ভালোবাসা জমে জমে হয় কান্না
৬.
তোকে না দেখলে জানা হতো না
কেমন হয় সুন্দরতা কতোটা গাঢ় হয় মায়াবী ক্ষত
তোকে না দেখলে জানাই হতো না
আমাকেও কেউ বাসতে পারে ভালো বেহুলার মতো
৭.
যে প্রেমিক সে প্রেম না করেও প্রেমিক
যে অপ্রেমিক সে প্রেম করেও অপ্রেমিক
৮.
ভালোবেসে ছুঁয়েছিলাম তাই ভুলতে পারিনি
বাসনা ছুঁলে ভুলে যেতাম
৯.
এই শহরে কোনো প্রেমিক নেই
কারণ এই শহরে আমি নেই
১০.
আমি তোমার অবিশ্বস্ত পুকুরে বিশ্বস্ত সাঁতার
আমি তোমার বিশ্বস্ত ঠোঁটে অবিশ্বস্ত চুমু

ফোকাস মোহনা.কম