খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁদপুর জেলা যুবদলের দোয়া মাহফিল 

চাঁদপুর: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায়  দোয়া মাহফিলের আয়োজন করছে চাঁদপুর জেলা যুবদল ।
রবিবার (১২ জুন)  বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  অ্যাড. সলিম উল্যাহ সেলিম ।
এসময় তিনি বলেন, এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী  সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়া   গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও  উন্নত  চিকিৎসা নিতে পারছে না ।  কারণ এই সরকার  তাকে চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত দিচ্ছে না। আপনারা দেখছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার অসুস্থ হয়ে পড়ছে । তার অচিরেই বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। আজকের এই অনুষ্ঠান থেকে  আমরা দাবি জানাচ্ছি  তাকে  বিদেশে উন্নত চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হোক।  পাশাপাশি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দেশনেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
চাঁদপুর  জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বহারের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  জেলা যুবদলের সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী,সদর উপজেলা যুবদলের আহবায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম নজু,জেলা যুবদলের যুগ্ম  সম্পাদক  সালাউদ্দিন বেপারী,পারবেজ আলম রবিন,সহ-সাধারণ সম্পাদক  সোহেল গাজী, জসীম মাতাব্বর, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়াজী,শাহজাহান শেখ, সম্রাট বেপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ হোসেন গাজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাইয়ুম খান, রাজু মাঝি, জুলহাস জুয়েল, মাহবুব মুন্না, কবির চোকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ আরিফুর রহমান।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম