খালেদা জিয়াকে বিদেশে প্রেরনের দাবীতে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দ্রুত বিদেশে প্রেরনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, শহর যুবদলের আহবায়ক শাহজাহান কবির খোকা , জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সোহেল গাজী, মান্নান খান কাজল, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জাফর মাঝি, সহ দপ্তর সম্পাদক ইউছুফ ,শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরন মাঝি ,কাইয়ুম খান ,সুমন বেপারী, সোহেল গাজী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন, জুলহাস আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সলিম উল্ল্য সেলিম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন, তাকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা করানো খুবই জরুরী। সরকার বেগম জিয়ার চিকিৎসা নিয়ে উদাসীন। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সরকার মানবিক কারণে তাকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিবে এটাই এখন দেশের মানুষের দাবি। চিকিৎসার অভাবে খালেদা জিয়ার যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে তাহলে এর জন্য সরকারকেই দায়ী নিতে হবে। সরকারের কাছে আমাদের অনুরোধ খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিন।

ফম/এমএমএ/শাপ

 

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম