চাঁদপুর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে চাঁদপুরের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুমা চাঁদপুর শহরের ৩৯টি জামে মসজিদসহ জেলা উপজেলা,ইউনিয়নসহ সকল মসজিদে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল ইউনিট নেতাকর্মীদের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়ায় অংশ নেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এদিন জুমার নামাজ আদায় করেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া আল মদিনা জামে মসজিদে।এ মসজিদে থানা ও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদসহ অন্য নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম।
এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি প্রফেসরপাড়া মোল্লাবাড়ি আব্দুর রহিম খান জামে মসজিদে দোয়া মাহফিলে,জেলা বিএনপি উপদেষ্ট সদস্য আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন পলাশ ছৈয়াল বাড়ি মিশন রোড আলী রাজা জামে মসজিদে, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ১২নং ওয়ার্ড খান বাড়ি সড়ক জামে মসজিদ,জেলা বিএনপির সহ সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান ষোলঘর জামে মসজিদ,জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী দারুছ সালাম জামে মসজিদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন নিশি বিল্ডিং হালাদার নূরানী জামে মসজিদে, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন বকুলতলা রোড রেলওয়ে জামে মসজিদে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহরের চিশতিয়া জামে মসজিদে, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডঃ মিজানুর রহমান ৬নং ওয়ার্ডের নেতাকর্মিদের নিয়ে চৌধুরী জামে মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, লোহারপুল শাহী জামে মসজিদে জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার বড়স্টেশন ছাবের গাজী মাদরাসা জামে মসজিদ,চাঁদপুর জেলা কৃষকদলের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল বাসার বাসু হাজী তার এলাকা পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী আল ফালাহ জামে মসজিদসহ অন্যান্য মসজিদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও এলাকা ভিত্তিক ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ মুসল্লীদের নিয়ে দোয়া মাহফিলে অংশ নেন।
উল্লেখ্য, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা এখন খুবই সংকটাপন্ন।
ফম/এমএমএ/