খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চাঁদপুরে বিএনপির পদযাত্রা

চাঁদপুর :বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে শহরের চিত্রলেখা মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, আমাদের দাবী এক দফা । তা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সকল মামলা প্রত্যাহার করতে হবে। কোন লাভ হবে না, তত্ত্বাবধায়ক ব্যতিত কোন নির্বাচন হবে না। সামনের আন্দোলনে যারা ভূমিকা রাখবেন দল ক্ষমতায় এলে তাদের মূল্যায়ন করবে।

বক্তব্য দেন-সাবেক এমপি বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনূর রশীদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান,ফেরদৌস আলম বাবু, খলিলুর রহমান গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম।

পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বিএনপি নেতা তানভীর হুদা, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা ছাত্র দলের সভাপতি ইমাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম