খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে চাঁদপুর জেলা বিএনপি’র মানববন্ধন

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে চাঁদপুর জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল সারে ৪টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে প্রায় ৩০ মিনিট এই মানববন্ধন কর্মসূচি পালন হয়।

বিকেল সাড়ে তিনটার পর থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট সেলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাহবুব আনাম বাবলু, দেওয়ান মোঃ রফিকুজ্জামান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর থানা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক শাহজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী বেপারী, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সদর থানা যুবদলের আহবায়ক সারোয়ার আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে, এডভোকেট সেলিম উল্লাহ সেলিম বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছি।
সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সরকারের এই সিদ্ধান্তকে আমরা ধিক্কার জানাই।

দেশের প্রতিটি মানুষ সুচিকিৎসা পাওয়ার অধিকার রাখে। কিন্তু বেগম জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সরকার তার চিকিৎসার ব্যাপারে উদাসীন। তিনি আরো বলেন, আমরা আমাদের দাবিগুলো আন্দোলনের মাধ্যমেই আদায় করে নেব। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাব।

এদিন মানববন্ধন কর্মসূচি চলাকালে সড়কের দুই পাশে কিছু সময়ের জন্য দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদের নির্দেশে সঙ্গীয় ফোর্স যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করেন।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম