“খালীফাতু রাসূলিল্লাহ আবূ বাকর আছছিদ্দীক (রা)” গ্রন্থটি অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম

মোহাম্মদ ইমাদ উদ্দীন ।। বাংলাদেশের প্রথম সারি ইসলামী লেখক ও গবেষকদের অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের  শিক্ষক প্রফেসর ড. আহমদ আলীর  “খালীফাতু রাসূলিল্লাহ আবূ বাকর আছছিদ্দীক (রা.)” গ্রন্থটি  অন্যতম শ্রেষ্ঠ  সৃষ্টিকর্ম।
তথ্য প্রমাণ উৎস উপাত্তের মাধ্যমে  আবু বকর (রা)  ইসলাম পূর্ব জীবন থেকে ওফাত পর্যন্ত পুরো জীবন বিস্তারিত ভাবে সুন্দর ও সাবলীল ভাষায় ফুটিয়ে তুলেছেন
প্রফেসর ড. আহমদ আলী  “খালীফাতু রাসূলিল্লাহ আবূ বাকর আছছিদ্দীক (রা.)”  তাঁর গ্রন্থটিতে ১২টি  অধ্যায়ে সাজিয়েছেন। ১ম অধ্যায়ে পরিচয় ও ইসলামপূর্ব জীবন, ২য় অধ্যায়ে মাক্কী জীবন, ৩য় অধ্যায়ে খেলাফতপূর্ব মাদানী জীবন, ৪র্থ অধ্যায়ে খেলাফতলাভ ও বাইয়াত, ৫ম অধ্যায়ে খেলাফতের পরিচয় ও খেলাফতের যোগ্যতার  মানদণ্ডে আবু বাকর রা., ৬ষ্ঠ অধ্যায়ে শাসন ও অর্থব্যবস্থা, ৭ম অধ্যায়ে  কার্যাবলি ও অবদান, ৮ম অধ্যায়ে বিদ্রোহ দমন, ৯ম অধ্যায়ে বিজয় অভিযান, ১০ম অধ্যায়ে  বিদেশনীতি ও সামরিক ব্যবস্থা, ১১শ অধ্যায়ে মর্যাদা-গুণাবলি ও  বৈশিষ্ট্য, ১২শ অধ্যায়ে ওফাত ও পরবর্তী খলীফা নির্বাচন।
হযরত আবু বকর (রা) ছিলেন রাসূলুল্লাহর সার্বক্ষণিক সবচেয়ে কাছের সর্বাধিক মর্যাদাসম্পন্ন সাথী।সুখে দুঃখে রাসূল (সা) এর সহপাঠী ছিলেন ।  হযরত আবু বকর (রা) এর বর্ণাঢ্য জীবনের সকল দিক তুলে ধরেছেন প্রফেসর ড আহমদ আলী তাঁর গ্রন্থে। সবটাই কুরআন-হাদীস-প্রামাণ্য ইতিহাসের রেফারেন্সের সমষ্টি।
এই বইটিতে সহজ সরল ও প্রতিবাদী আবু বকর (রা) দেখা যাবে। এই বইটি যে কোন পাঠকের ঈমান মজবুত, রাসূলের প্রতি ভালোবাসা, বীরত্বে, উম্মাহর কল্যাণে এগিয়ে আসা এবং দ্বীন ইসলামের প্রতি অনন্য আত্মত্যাগী গড়ে তুলবে। এই বইটির মাধ্যমে  পাঠকের জ্ঞানকে করবে সমৃদ্ধ, ঈমানকে করবে প্রদীপ্ত, অন্তরকে করবে বিকশিত, আখলাককে করবে আলোকিত।
 “খালীফাতু রাসূলিল্লাহ আবূ বাকর আছছিদ্দীক (রা.)” গ্রন্থটি  কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা পড়ুয়া সহ সকল ছাত্র-ছাত্রীদের এবং ভবিষ্যত গবেষকদের জন্য সহায়তা কিংবা পথ পদর্শক হিসেবে ভূমিকা রাখবে। এই গ্রন্থটি বাঙালি মুসলমানদের আত্মপরিচয়, আত্মচেতনা এবং জাতীয়তাবোধের অনুপ্রেরণা যোগাবে। দীপ্তময় পথচলায় লেখকের প্রতি  দোয়া ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। একই সাথে প্রফেসর ড. আহমদ আলীর  “খালীফাতু রাসূলিল্লাহ আবূ বাকর আছছিদ্দীক (রা.)” বইটি পাঠককে তৃপ্ত করতে পারবে বলে আশা করছি। একই সাথে এই বইটির বহুল প্রচার ও প্রসার এবং  পাঠক প্রিয়তা কামনা করছি।
বই : খালীফাতু রাসূলিল্লাহ আবূ বাকর আছছিদ্দীক রাদিআল্লাহু ‘আনহু
লেখক : ড. আহমদ আলী
প্রকাশকাল: জুন ২০১৬
প্রকাশক : ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া
প্রকাশনায়: বাংলাদেশ  ইসলামিক সেন্টার
পৃষ্ঠা সংখ্যা : ৮৪০
 মূল্য : ৭৫০ টাকা

ফোকাস মোহনা.কম