খাদেরগাঁও ইউপি নির্বাচনে প্রচারণা ও জনসমর্থনে শীর্ষে মেম্বার পদপ্রার্থী তাপস সরকার

চাঁদপুর: চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলাধীন আসন্ন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়়ার্ড (লামচরী, বালুচর, খাসচর ও চরচাঁদপুর) এর জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজসেবক শ্রী তাপস সরকার গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ গ্রামের জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা করেন।

এ সময় তিনি বলেন- খাদেরগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক মুক্ত আধুনিক ওয়ার্ড হিসেবে গড়তে চাই। অত্র ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ঘুনেধরা ২নং ওয়়ার্ডবাসীকে নতুন রুপ উপহার দিতে চাই, যা ওয়়ার্ডবাসী এর আগে কখনো দেখেননি।

তিনি আরও বলেন- জনতা সাড়া দিচ্ছে, জনতা কথা বলছে, জনতা শুনছে, জনতা স্বপ্ন দেখছে, বারবার প্রতারিত জনতা শেষ বারের মতো আশার আলোও দেখছে। আমি আপনাদের প্রমাণ করে দেবো, জনতার এবারের স্বপ্নটা মিথ্যে ছিল না; ছিল বাস্তব। তাই ওয়়ার্ড সদস্য নির্বাচিত হলে ওয়়ার্ডবাসীর সকল জনগণ বুঝতে পারবে কথা যা দিয়েছিল, কাজেও তা প্রমাণ হয়েছে।

মেম্বার প্রার্থী তাপস বলেন- আমি মেম্বার নির্বাচিত হলে মেম্বার আমি নয়, মেম্বার হবে ওয়়ার্ডের প্রতিটা জনগণ। আপনারা সকলে নিজে নিজেকে মেম্বার মনে করবেন। আপনাদের সকল সমস্যা তুলে ধরার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। আমি চাই আপনারা প্রতিটি টাকার হিসেব এবং ন্যায্য অধিকার বুঝে নিবেন। ওয়ার্ডের একজন নাগরিক হিসেবে আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। আপনারা আমার পাশে থাকলে ওয়়ার্ডকে এগিয়ে নিতে চাই এবং নিব। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা থাকলে সকল দুর্নীতিকে বিদায় করে দেখিয়ে দিতে চাই ওয়়ার্ডবাসীকে।
২নং ওয়়ার্ডকে আধুনিক ওয়়ার্ড হিসেবে গড়ে জনতার স্বপ্নকে বাস্তবায়ন করা এবং জনতাকে ভিন্নরুপে নতুন আধুনিক ওয়়ার্ড হিসেবে উপহার দেয়ার লক্ষেই আমি প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ ও সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাৎকার, মতবিনিময় ও সার্বিক দিক নিয়ে আলোচনা করে যাচ্ছি।

তিনি সর্বশেষ একটি কথা জনগণের সামনে তুলে ধরে বলেন- আপনারা যদি আমাকে একবার ফুটবল মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেন, আর আমি যদি সেবার মাধ্যমে আপনাদের ন্যায্য অধিকার অসহায় দুস্থ গরিব মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে না পারি, তাহলে আর কোন দিন আপনাদের সামনে মেম্বারের জন্য ভোট চাইতে আসবো না, এই আমার প্রতিজ্ঞা রইল আপনাদের সামনে। তবে গত দুই বছর যাবৎ যেভাবে আপনাদের পাশে থেকে অসহায়দের ন্যায্য অধিকার আদায় করে দিয়েছি, পরবর্তীতেও আমি আপনাদের পাশে থেকে ন্যায্য অধিকার আদায় করে সেবা করে যেতে চাই।

এদিকে, নির্বাচন কমিশন গত ৭ জুন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর এবং ৮জুলাই প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই সরগরম নির্বাচনী মাঠ। আসছে ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ৩নং খাদেরগাঁও ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মুখরিত এলাকা। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। ভোটের আশায় প্রার্থীরা ছুটেছেন ভোটারদের দ্বারেদ্বারে। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। প্রতিটি বাড়ীতে বাড়ীতে গিয়ে প্রচারণায় ব্যস্ত রয়েছেন তাঁরা। এ ওয়ার্ডে এরআগে ২০১৭ সালের ১৬ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ১৬ হাজারের বেশি। তবে পুরুষ ভোটার চেয়ে মহিলা ভোটার বেশি। খাদেরগাঁও ইউপি নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। এ তথ্য নিশ্চিত করেছেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাহের ভূঁঞা।

অপরদিকে, আসছে ২৭ জুলাই অনুষ্ঠিতব্য ৩নং খাদেরগাঁও ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও জনসমর্থন আদায় করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরমধ্যে ব্যাপক আলোচিত প্রার্থী হিসেবে নাম প্রকাশ করতে সক্ষম হয়েছেন তাপস।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়- মেম্বার পদপ্রার্থী তাপস সরকার মানুষের বিপদআপদে ব্যাপক সহযোগিতাসহ সবসময় সকলের পাশে থাকেন। আরও জানা যায়- তাপস একজন সৎ সাহসী এবং সুন্দর মনের মানুষ। যার মধ্যে নেই কোন হিংসা, সকলের সঙ্গে সালাম ও নমস্কার দিয়ে কথা বলাটাই যেন তাঁর ছোট বেলার স্বভাব। প্রাণঘাতী করোনাভাইরাস ও ভয়াবহ বন্যায় নিজের জীবনের মায়া ত্যাগ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মেম্বার পদপ্রার্থী তাপস সরকার বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং ২নং ওয়ার্ডকে আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপনাদের দোয়া/আশীর্বাদ ও সমর্থন চাই। আপনারা যদি আমাকে আপনাদের সন্তান হিসেবে ফুটবল প্রতীককে মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করলে আমিও আমার ওয়ার্ডের সকল মানুষের সুখ দুঃখ ভাগাভাগি করে নিবো এবং এঁদের দুর্ভোগ নিবারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো। সবশেষে তিনি বলেন- পরিচ্ছন্ন, মাদক মুক্ত, শিক্ষা বান্ধব সমাজ বির্নিমানে আপনাদের কাছে দোয়া/আশীর্বাদ ও সমর্থন চাই।

ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম