ক্ষতিকর উপাদান দিয়ে শিশু খাদ্য তৈরি, কারখানা মালিককে জরিমানা 

চাঁদপুর : চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ক্ষতিকর উপাদান দিয়ে শিশু খাদ্য তৈরি করায় কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের দক্ষিণ গুনরাজদি এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে, ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া এবং নোংরা ও অসাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির অপরাধে ফারিয়া ফুড প্রডাক্টস মালিককে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম, এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা‌।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম