ক্রীড়াসহ সকল ক্ষেত্রে অবদান রেখেছেন শেখ কামাল: শিক্ষামন্ত্রী

চাঁদপুর :  শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শেখ কামাল অভিসংবাদিত নেতার পুত্র হিসেবে পরিচয় দিয়ে কাজ করেনি। তিনি ক্রীড়া, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে অবদান রেখেছেন। অনেক গুনে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তার চলনে বলনে কোথাও তিনি প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে বুঝা যেতনা। তিনি সহজ সরলভাবে চলাফেরা করতেন।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস্ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ কামাল পথ দেখান কীভাবে সামাজিক জীবন যাপনে নিজেকে যুক্ত রাখা যায়। তিনি সবসময়ই স্মরণীয় হয়ে থাকবেন সবার মাঝে। তিনি আবাহনীর প্রতিষ্ঠাতা এবং একজন ক্রীড়ামোদী মানুষ। কখনো নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্যে কাজ করেননি। খেলাধুলা জনপ্রিয় করে গড়ে তোলার জন্যে কাজ করেছেন। বহু জগতের নক্ষত্র ছিলেন শেখ কামাল।

দীপু মনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি খেলা ধুলা করা উচিত। খেলাধুলা করলে শরীর মন সব ভালো থাকবো। খেলাধুলা করলে পড়াশুনারও উন্নতি হয়। খেলাধুলার চর্চা আরো বাড়াতে হবে। ক্রিকেটে আমার দুর্দান্ত এবং আমাদের অনেক সম্ভাবনা রয়েছে। খেলাধুলার জন্যে আমাদের উৎসাহ দিতে হবে। আমাদের সকল কাজ এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী মাথার ওপরে আছেন।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।


অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপূর্বে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে গেমস্র উদ্বোধন করেন মন্ত্রী। খেলায় জেলার ৮ উপজেলার অনুর্ধ্ব ১৭ বয়সী খেলোয়াড়রা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন।

ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম